রোবট কি আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে?

Jawad
2 min readFeb 12, 2021

আমরা প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছি। যত সময় যাচ্ছে এসব নিত্য নতুন প্রযুক্তি হয়ে উঠছে আরো শক্তিশালী।

রোবট নিয়ে গবেষনা চলছে অনেক আগে থেকেই।

রোবট বলতে আমরা যা বুঝি তা হলো মানুষের মত অথবা চাকার উপর বসানো এক যন্ত্র যা নিজে থাকে কিছু নির্দিষ্ট কাজ করতে পারে। কিন্তু কোনো অবয়ব ছাড়া, অদৃশ্য এমন এক ইন্টেলিজেন্স রয়েছে যাকে রোবোট/ বট বলা যেতে পারে

এই যেমন ধরুন AI এর কথা। আর্টিফিশিয়াল

ইন্টেলিজেন্স ও কিন্তু এক প্রকার বট। এর নিজস্ব বুদ্ধিমত্তা আছে এবং মানুষের মত নতুন কিছু শিখে তা প্রয়োগ করতে পারে।

এই AI এর শক্তিমত্তা এমন যে আপনি চাইলে তার সাথে ভারিক্কি আলাপ করতে পারেন। উদাহরণ স্বরুপ এপলের সিরি'র কথাই মনে করিয়ে দেয়া যায়।

সবচেয়ে লোমহর্ষক কথা হলো এসব AI তাদের নিজেদের মধ্যে যোগাযোগ, এমনকি বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করে। ফেইসবুক এমনই একটি রিপোর্ট খুজে পায়, যেখানে তারা দুটি আর্টিফিশিয়াল ইন্টিলেজেন্স এর মধ্যবর্তী কথপোকথন লক্ষ্য করে। তারা নিজেদের মধ্যে ভিন্নধর্মী ভাষায় তথ্য আদান প্রদান করছিল। কি বিষয়ে তারা কথা বলছিল তা কর্তৃপক্ষ বুঝে উঠতে পারছিল না।

ফেসবুক তাদের নিজেদের তৈরিকৃত AI এর প্রযেক্ট ততৎক্ষনাৎ বন্ধ করে দেয়। তাছাড়াও এখন এমন প্রযুক্তি বের হয়েছে যা, আপনার বচন ভংগি নকল করে ভুয়া বার্তা প্রচার করার সক্ষমতা রাখে। একে ডিপ ফেক বলা হয়। এটিও করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে।

চাইলে আপনিও কোনো AI এর সাথে কথা বলে তাদের বুদ্ধিমত্তা যাচাই করতে পারেন।

--

--

Jawad

Self-taught Software Engineering Student at OSSU | want to connect with me? Mail- abidibnazam@gmail.com