A Visual Graphics Of Futuristic Robot and Open Ai

চ্যাট জিপিটিঃ যেভাবে ভয় না পেয়ে জয় করতে পারি।

Jawad
3 min readMar 11, 2023

--

চ্যাট জিপিটি, এই আর্টিকেলটি পড়ার আগে আপনি নিশ্চয় ডজন খানেক বেশ কিছু আর্টিকেল হয়তো পড়ে ফেলেছেন। ভয়ও পাচ্ছেন হইতো! তবে থামুন, ভয় না পেয়ে চলুন আমরা এই প্রযুক্তির সাথে নিজেদের সিমবায়োটিক ভাবে খাপ খাইয়ে নি!

নোট: যে পুষ্টির জন্য এক জীব, অন্য কোন জীবের সাহচর্যে জীবন ধারণ করে পরস্পর উপকৃত হয়, তাকে মিথোজীবী বা অন্যান্যজীবী বা সিমবায়োটিক বলে। চ্যট জিপিটি একটি ল্যাংুয়েজ মডেল। যত বেশি মানুষ একে ব্যবহার করবে এটি ততো শক্তিশালী হবে আবার এর ব্যবহারকারীরাও উপকৃত হবে, ফলে বলা যায় উভয়ে নিকজেদের বিকাশে নিজেদের ব্যবহার করে চলে তাই আমরা একে সিমবায়োটিক বলতে পারি, সিমবায়োটিক শব্দটি জীববিজ্ঞানের অংশ এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে

প্রযুক্তি যেন ঝড়ের গতিতে এগোচ্ছে, নিত্য নতুন সব দুয়ার উন্মোচিত হচ্ছে প্রতিদিনই। এই ইনফরমেশন এইজ এর যুগে যে যত বেশি ডাটা নিয়ে খেলতে পারেন সেই ততো সফল। এইতো কিছুদিন আগেই DALL e নামক Ai ইমেইজ প্রসেসিং বট নিয়ে অনেক হইচই পড়ে গেল। কি করতে পারে এই ডালি? কেনই বা এত ট্রেন্ড এ চলছে আজকাল এত সব AI নিয়ে ? কি কারণে চ্যাট জিপিটি কে গুগল 'কোড রেড' তালিকা ভুক্ত করেছে এবং কিভাবে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে আমাদের লার্নিং কে আরো ফাস্ট করতে পারি, এসব কিছু নিয়েই রয়েছে আজকের এই বিশেষ আর্টিকেল।

গড়িমসি না করে আসল টপিক এ আসা যাক,

ধরুন আপনি একটি নতুন বই লিখবেন ভাবছেন কিন্তু কিভাবে শুরু করবেন, কোন বিষয় গুলো মাথায় রাখবেন তা ভেবে কুল পাচ্ছেন না। গুগল করেও মস্ত বেশি কনফিউজড হয়ে গিয়েছেন । ঠিক এই পরিস্থিতিতে চ্যাট জিপিটি আপনার লাকি চার্ম হয়ে উঠতে পারে,

সিচুয়েশন-১ঃ একটি বই লিখবেন, কিভাবে লিখবেন; কি কি জিনিস মাথায় রাখা প্রয়োজন তা জানতে আপনার মতো করে লিখে ফেলুন - What are the main key points to keep in mind while writing a new book?

দেখুন তো চ্যট জিপিটি কি বলে,

আবার ধরুন আপনি এনিমেল এনাটমি নিয়ে চট জলদি কিছু জানতে চান, ধরে নিলাম আপনি ঘোড়ার এনাটমি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ জানতে চান সেক্ষত্রে

সিচুয়েশন-২ঃ কিভাবে সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায় তার একটি উদাহরণ, ধরে নিলাম আপনি উপরের তথ্য টিই জানতে চান তাহলে লিখে ফেলুন

Give a short summary / brief about horse anatomy

খুব সাবলীলভাবে চ্যাট জিপিটি আপনার উত্তর দিয়ে দিবে।

সিচুয়েশন-৩ঃ হয়তো আপনি পদার্থবিদ্যা পড়ছেন। বইয়ে আর্কিমিডিসের প্লবতা সুত্র টি পড়ে আপনার মনের আশ মিটছে না। তাহলে লিখে ফেলুন চ্যাট জিপিটি তে

Explain Archimedes Buoyancy law with understandable example

বাকি ম্যাজিক চ্যাট জিপিটিই আপনা কে দেখাবে 😉

উপরের তিনটি সিচুয়েশন তিনরকম,

👉 সিচুয়েশন-১ আপনাকে একটি বই লিখতে কি কি জিনিস মাথায় রাখা প্রয়োজন সে বিষয়ে টিপস দিচ্ছে। তাহলে বলা যায় বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স নিয়ে জানতে আমরা main reasons, key points, thumb rules etc এই সমস্ত কি ওয়ার্ড ব্যবহার করতে পারি যা আমাদের কে আরো নিখুঁত উত্তর পেতে সাহায্য করবে।

👉 সিচুয়েশন-২ এ আমরা দেখেছি কিভাবে একটি বিশাল টপিক এ খুব শর্টলি সামারাইজ করে মাথায় সেট করে নেওয়া যায়। এ ব্যপারটি খুবই কাজের যখন আপনার কোনো বিষয় নিয়ে তড়িৎ ধারনা নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কাংখিত উত্তর জানার জন্য আমরা describe shortly, briefly এ সমস্ত Phrase ব্যবহার করতে পারি।

উদাহরণস্বরূপ : Tell me about the sinking of Titanic briefly.

👉 সিচুয়েশন-৩ এ আমরা দেখলাম কিভাবে আমরা চ্যাট জিপিট ব্যবহার করে আমরা আমাদের পড়ালেখা বিষয়ক টপিক গুলো আরো ইন্টারেস্টিং করতে পারি। এ সমস্ত বিষয়ে আরো সহজ ও সুন্দর বিবরণ পেতে আমরা explain, summary, short description, explain in a simplified way, - এ সমস্ত Phrase এবং কি ওয়ার্ড ব্যবহার করতে পারি।

চ্যাট জিপিটি নিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই থাকল, এ বিষয় নিয়ে আরো কথা হবে সামনের কোনো ব্লগ এ।

--

--

Jawad

Self-taught Software Engineering Student at OSSU | want to connect with me? Mail- abidibnazam@gmail.com